আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্রিট প্রার্থী জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন কমলা হ্যারিস।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন বিজয়ী হয়েছেন এই খবর প্রকাশের পর তার রানিং মেট কমালা হ্যারিস তাকে ফোন করে বলেন- ‘আমরা পেরেছি জো’।
এদিকে পেনসিলভেনিয়ায় জয়ের সঙ্গে সঙ্গে কমলা হ্যারিস একটি ভিডিও টুইট করেছেন। রাই চার্লসের ‘আমেরিকা, দ্য বিউটিফুল’ গানসহ আমেরিকানদের বিভিন্ন পটভূমিকায় দেখানো হয়েছে ভিডিওটিতে।
We did it, @JoeBiden. pic.twitter.com/oCgeylsjB4
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020
ভিডিও ক্যাপশনে তিনি লেখেন- ‘এই নির্বাচন জো বাইডেন ও আমার কাছে নির্বাচনের থেকেও অনেক বেশি কিছু ছিল। এটি আমেরিকার আত্মা এবং এর জন্য আমরা যুদ্ধের মতো লড়েছি।’
তিনি বলেন, ‘আমাদের একসাথে অনেক কাজ করে, আমেরিকাকে এগিয়ে নিতে হবে।চলুন শুরু করি।’
বাইডেন প্রচারণা টিমের কমিউনিকেশন ডিরেকটার এই ফল ঘোষণার আগে আমেরিকায় বিবিসির পার্টনার চ্যানেল সিবিএসকে জানান ডেলাওয়ারে মি. বাইডেনের সদর দফতরের পরিবেশ ‘উৎসবমুখর’ এবং ‘উল্লসিত’।