মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে হতাশ কিছু সোমালিয়ান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-13 21:29:57

সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে হতাশ কতিপয় সোমালিয়ান। তারা আগত মার্কিন প্রেসিডেন্টকে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের আবেদন করেছেন।

শনিবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সিনেটর আইয়ুব ইসমাইল ইউসুফ এক বিবৃতিতে রয়টার্সকে আল কায়েদা-সংযুক্ত আল শাবাব বিদ্রোহের কথা উল্লেখ করে বলেন, আল-শাবাব এবং তাদের বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে সফল লড়াইয়ের এই জটিল পর্যায়ে সোমালিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, সোমালিয়ায় মার্কিন সেনারা বিশাল অবদান রেখেছেন। যা সোমালিয়ান সৈন্যদের প্রশিক্ষণ এবং পরিচালন কার্যকারিতাতে দুর্দান্ত প্রভাব ফেলেছে।

এদিকে, হুট করেই আগামী ১৫ জানুয়ারির মধ্যে ৭০০ সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে এখনও কোনো মন্তব্যে পৌঁছাতে পারেনি সোমালিয়ান সরকার।

এ সম্পর্কিত আরও খবর