ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে রণতরী সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 00:23:30

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউএসএস নিমিতজ রণতরী স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে মার্কিন সেনার ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে যাত্রা করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বৃদ্ধি পেলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এক্ষেত্রে কিছুটা নমনীয় বলে মনে হচ্ছে।

রণতরীটি পারস্য উপসাগরে নয় মাস ধরে অবস্থান করছিল। তবে এটি এখনই যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে রণতরী রাখার কোন প্রয়োজনীয়তা দেখন না বাইডেন প্রশাসন।

কিরবি মার্কিন ঘাঁটি বা উপসাগরীয় মিত্রদের জন্য সম্ভাব্য ইরানি সামরিক হুমকির বিষয়ে পেন্টাগনের বর্তমান মূল্যায়ন নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন।

তবে, তিনি বলেছেন, আমরা এই জাতীয় সিদ্ধান্তগুলি হালকাভাবে নেই না।

কিরবি আরও বলেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বিশ্বাস করেন যে কোনও ধরনের হুমকির জবাব দিতে মধ্যপ্রাচ্যে আমাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে।

ভবিষ্যতে নিমিতজকে আবারও উপসাগরে পাঠানো হবে কিনা তা সে বিষয়ে কিছু বলেননি কিরবি। তবে মার্কিন নৌবাহিনীর নির্দিষ্ট সংখ্যক বিমানবাহী রণতরী রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত হুমকিগুলো পর্যবেক্ষণ করছি। আমরা সবসময় হুমকিগুলো মোকাবিলা করার চেষ্টা করছি বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর