বাশার আল-আসাদ ও তার স্ত্রী করোনা পজিটিভ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:01:01

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ করোনাভাইরাস পজিটিভ।

সোমবার (০৮ মার্চ) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এ খবর জানিয়েছে।

সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিলে পিসিআর টেস্টে তাদের ফলাফল পজিটিভ এসেছে।

বাশার দম্পতির বর্তমানে সুস্থ আছেন। এবং তারা বাড়িতে আইসোলেশনে থাকাকালীন সময়ে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে করোনার সংক্রমণ তীব্র বৃদ্ধি পেয়েছে। তবে দেশের মারাত্মক অর্থনৈতিক পরিস্থিতির কারণে লকডাউনের বিকল্পগুলি সীমাবদ্ধ রয়েছে বলে দেশটির করোনাভাইরাস উপদেষ্টা কমিটির সদস্য গত সপ্তাহে বলেছিলেন।

বাশার আল-আসাদের সরকার চলতি বছরের ১ মার্চ থেকে ফ্রন্ট-লাইনের স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য করোনার টিকা দেওয়ার ব্যবস্থা শুরু করেন।

মহামারিটি শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৮১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৬৩ জন।

এ সম্পর্কিত আরও খবর