মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল রাশিয়া!

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 01:35:32

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ান সরকার হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

তবে, রাশিয়া বার বার মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের নির্বাচনে প্রভাব বিস্তারের মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা করে রাশিয়া। এক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল জো বাইডেনের সমালোচনা করা আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়া। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা কমাতে এবং দেশটির আর্থ-রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে তোলা।

সিএনএন জানিয়েছে, এই গোয়েন্দা প্রতিবেদনটি এখন পর্যন্ত ২০২০ সালের নির্বাচনে বিদেশি হুমকির সর্বাধিক গবেষণাকৃত তথ্য সরবরাহ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের আস্থা হ্রাস করতে রাশিয়া ও ইরানসহ শত্রু রাষ্ট্রগুলোর চেষ্টার বিস্তারিত বিবরণ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিগত নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য মস্কোর মূল কৌশল ছিল রাশিয়ার গোয়েন্দাদের মাধ্যমে মার্কিন মিডিয়া সংস্থা, কর্মকর্তা, বিশিষ্ট মার্কিন ব্যক্তিত্ব এবং ট্রাম্প ও তার প্রশাসনের ঘনিষ্ঠজনদের কাছে জো বাইডেনের নামে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অভিযোগ ছড়ানো। তবে ২০১৬ সালের নির্বাচনের মতো সাইবার এক্সেস পাওয়ার জন্য এ বছর রাশিয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যায়নি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা কমিটির চেয়ারম্যান অ্যাডাম শিফ বলেন, নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে মিথ্যা তথ্যের মাধ্যমে অভিযুক্তকরণ এবং নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা হ্রাস করানোর চেষ্টা করেছিল রাশিয়া। সেই লক্ষ্যে তারা একটি সফল গোয়েন্দা অভিযান পরিচালনা করেছিল।

প্রতিবেদনে আরও বর্ণনা করা হয়েছে যে, ইরান কীভাবে নির্বাচনকে লক্ষ্য করে প্রভাব বিস্তার করতে গোপনীয় অভিযান চালিয়েছিল।

সামগ্রিকভাবে, জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনটিতে ২০২০ সালের নির্বাচনের জন্য বিদেশি হুমকির সর্বাধিক বিস্তৃত মূল্যায়ন সরবরাহ করেছে। যেখানে রাশিয়া ও ইরানসহ মার্কিন বিরোধীদের ব্যাপক প্রভাবিত অভিযানের বিবরণ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের তিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বাইডেন প্রশাসন নির্বাচনে হস্তক্ষেপ করার কারণে রাশিয়ার ওপর নতুর নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। তবে কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা তারা জানায়নি। তারা আরও বলেন, রাশিয়া, চীন ও ইরানসহ একাধিক দেশকে টার্গেট করা হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর