রাখাইনে সেনা সদর দপ্তর দখলের দাবি আরাকান আর্মির

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সদরদপ্তর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ নিয়ে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারাল জান্তা বাহিনী। এটি দেশটির সেনাবাহিনীর জন্য একটি বিশাল বড় ধাক্কা।

শনিবার (২১ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) গভীর রাতে টেলিগ্রামে এক পোস্টে আরাকান আর্মি (এএ) জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের পর গতকাল শুক্রবার বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পশ্চিমা সামরিক কমান্ড বাহিনীর পতন হয়েছে। এতে করে রাখাইন রাজ্যে সামরিক সদরদপ্তর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এএ।

এদিকে গত মাসে জাতিসংঘ এক সতর্কবার্তায় বলেছে, রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, কারণ চলমান সংঘর্ষের প্রভাবে দেশটিতে বাণিজ্য ও কৃষি উৎপাদনকে ব্যাপকভাবে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। 

বিজ্ঞাপন

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদনে বলা হয়েছে, "রাখাইনের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এখনই যদি খাদ্য নিরাপত্তার সমস্যার সমাধান করা না হয় তাহলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখী হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের শুরুর দিকে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।