সুদানে উপজাতিদের সংঘর্ষে নিহত ১৮

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 08:05:12

সুদানের দক্ষিণ দারফুরের আল জেনিনা শহরে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৫৪ জন।

সোমবার (০৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, এ বছরের শুরুর দিকেও এ শহরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষ হয়েছে মাসালিট এবং আরব গোত্রের মধ্যে। গত শনিবার প্রথম এর সূচনা হয়। তা রবিবারেও চলে এবং সোমবারে তা পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে। বলা হয়েছে, দারফুরের ডক্টরস কমিটি এক বিবৃতিতে এসব জানিয়েছে।

আরও বলা হয়, শহরের কিছু নাগরিক এবং জাতিসংঘের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা বুলেটিনে দেখা গেছে, সংঘর্ষে ভারি অস্ত্র এবং রকেট-প্রপেল্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, শহরজুড়ে ধোঁয়া উড়ছে।

গত জানুয়ারিতেও সংঘর্ষে পশ্চিম দারফুর রাজ্যের রাজধানী আল জেনিনাতেই ১২৯ জন মারা গেছেন। গত বছরের অক্টোবরে কয়েকটি বিদ্রোহী দলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সুদানের সরকার। এরপর এ বছরের শুরুতে দেশটি থেকে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রত্যাহার করা শুরু হয়।

নগরীর প্রধান হাসপাতালের চিকিৎসক ও সাবেক মেডিকেল ডিরেক্টর সালাহ সালেহ বলেছেন, আরব রিজাইগাত উপজাতি এবং মাসালিট উপজাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সম্পর্কিত আরও খবর