ভারতে মাধ্যমিক পরীক্ষা বাতিল, স্থগিত উচ্চ মাধ্যমিক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 22:43:35

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় এই বছরের মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে দেশটির সরকার। একই সঙ্গে স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও।

বুধবার (১৪ এপ্রিল) দেশটির শিক্ষামন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারত সরকারের এই ঘোষণার আওতায় পড়েছে প্রায় ৩৫ লাখ শিক্ষার্থী। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত তারিখ আগামী ১ জুনের পরে ঘোষণা করা হবে। আর পরীক্ষার্থীদের অন্তত ১৫ দিন সময় দিয়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছে, মহামারি ও স্কুল বন্ধের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মঙ্গলকে বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৮৫ জন।

এ সম্পর্কিত আরও খবর