ভারতে এক দিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 03:47:37

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শনাক্তে প্রতিদিনই রেকর্ড ভাঙছে ভারত। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এক দিনে এত মানুষের করোনা শনাক্ত আগে কখনো হয়নি। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জনের করোনা শনাক্ত হলো।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ১ হাজার ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১২৩ জন।

করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ব্রাজিল তৃতীয়।

দেশেটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৫২৮ জন মানুষ। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ২৪ লাখ ২৯ হাজার ৫৬৪ জন।

ভারতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। গত ৫ এপ্রিল নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৩ হাজার ৫৫৪। ১০ এপ্রিল করোনা আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। ১৪ এপ্রিল অর্থাৎ বুধবার সেই সংখ্যাটা পৌঁছায় এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনে। আজ আক্রান্তের সংখ্যা ২ লাখ পেরিয়েছে । গত বছরের তুলনায় এবারের সংক্রমণের গতি অনেকটাই বেশি। বিশেষজ্ঞ মহলের দাবি, এবারে আরও ভয়ংকর চিত্র দেখতে চলেছে ভারত।

দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে দ্রুত গতিতে বাড়ছে মহামারি। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ২৮২ জন। মহারাষ্ট্রের পরিস্থিতি এতটাই ভয়ংকর যে সেখানে ১৪৪ ধারা জারি করতে হয়েছে শিবসেনা সরকারকে।

এদিকে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও দিনদিন শঙ্কা বাড়াচ্ছে। বুধবার রাজ্যটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের।

এ সম্পর্কিত আরও খবর