বিদেশি গণমাধ্যমে জাফর ইকবালের ওপর হামলা

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 15:08:19

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর জঙ্গি হামলার খবর উঠে এসেছে বৈশি^ক গণমাধ্যমগুলোতেও। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শনিবার এক অনুষ্ঠানে এ হামলা চালায় স্থানীয় যুবক ফয়জুর হাসান। এ নিয়ে প্রতিবেদন করেছে ফ্রান্সভিত্তিক বার্তাসংস্থা এএফপি, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ডেইলি মেইল, যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকা, জার্মানির ডয়েচে ভেলে, ভারতের দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিপেন্ডেন্ট, কলকাতার আনন্দবাজার পত্রিকা, গবেষণাভিত্তিক অনলাইন স্ক্রলডটইন, পাকিস্তানের পত্রিকা দ্য এক্সপ্রেস ট্রিবিউন, দ্য ডন, সংযুক্ত আরব আমিরাতের গাল্ফ নিউজ, সিঙ্গাপুরভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজএশিয়া প্রভৃতি। এএফপির শিরোনাম ছিল ‘বাংলাদেশে শীর্ষস্থানীয় মুক্তমনা লেখকের ওপর হামলা।’ এই প্রতিবেদনে হামলার পেছনে জঙ্গিরা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার বরাতে বলা হয়, জাফর ইকবালকে ‘ইসলামের শত্রু’ বিবেচনা করে হামলা চালিয়েছে হামলাকারী তরুণ। একই ধরনের প্রতিবেদন ছেপেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি মেইল, ভয়েস অব আমেরিকা ও গাল্ফ নিউজ। ডয়েচে ভেলের শিরোনাম ছিল ‘বাংলাদেশ: বিশ^বিদ্যালয়ে শীর্ষস্থানীয় মুক্তমনা লেখকের ওপর হামলা’। বিবিসির বাংলা সংস্করণের শিরোনাম ‘অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল সিলেটে ছুরিকাহত’। দ্য ডনের শিরোনাম ছিল ‘বাংলাদেশের প্রখ্যাত লেখককে সেমিনারে ছুরিকাঘাত’। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাংলাদেশে শীর্ষস্থানীয় মুক্তমনা লেখককে ছুরিকাঘাত’। দ্য হিন্দুর শিরোনাম ছিল ‘বাংলাদেশি বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখকের ওপর হামলা’। ইন্ডিয়া টুডে বলছে, ‘বাংলাদেশে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষাবিদকে ছুরিকাঘাত, সন্ত্রাসবাদের যোগসূত্র খোঁজা হচ্ছে’। স্ক্রল-এর শিরোনাম ‘বাংলাদেশ: সিলেটে সেমিনারে মুক্তমনা কর্মী ও বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখক জাফর ইকবালকে ছুরিকাঘাত’। আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল ‘ঘাতকের ছুরিতে জখম লেখক জাফর ইকবাল’। এছাড়া সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার শিরোনাম ছিল ‘সেমিনারে বাংলাদেশের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখকের মাথায় ছুরিকাঘাত’। গত শনিবার বিকালে সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবাল। ঘটনাস্থল থেকে ফয়জুর হাসান (২১) নামে হামলাকারী তরুণকে উপস্থিত শিক্ষার্থীরা ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এ সম্পর্কিত আরও খবর