মিয়ানমারে জান্তাবিরোধীরা নতুন আন্দোলনের ডাক দিয়েছে

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 16:20:35

মিয়ানমারের জান্তাবিরোধী নাগরিকরা নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে। আন্দোলনের অংশ হিসেবে নাগরিকরা বিদ্যুৎ বিল ও কৃষি ঋণ পরিশোধ করা বন্ধ করে দেবে এবং ছেলেমেয়েদের স্কুলে যাওয়া থেকে বিরত রাখবে।

এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

মিয়ানমারের জনগণ আসিয়ান নেতাদের সাথে জান্তাপ্রধানের সমঝোতা চুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। তাই রবিবার (২৫ এপ্রিল) তারা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ জানায় এবং সোমবার (২৬ এপ্রিল) আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে। আন্দোলনকারীরা সোমবার (২৬ এপ্রিল) থেকে বিদ্যুতের বিল, কৃষি ঋণ প্রদান এবং শিশুদের স্কুলে যাওয়া বন্ধ করার ঘোষণা দিয়ে তাদের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানায়।

আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠকের পর শনিবার (২৪ এপ্রিল) জান্তাপ্রধান মিন অং হ্লায়িং সঙ্কট সমাধানের বিষয়ে নিজেদের ইতিবাচক মনোভাবের কথা জানায়। তবে চুক্তিতে অং সান সুচিসহ রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর