চন্দ্রাভিযানের নায়ক মার্কিন নভোচারী মাইকেল কলিন্স (৯০) মারা গেছেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে হেরে বুধবার (২৮ এপ্রিল) এই মার্কিন নভোচারীর মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১ অভিযানে মাইকেল কলিন্স তার সহকর্মী নিল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন সঙ্গে চাঁদের বুকে পা রেখে ১৯৬৯ সালের ২০ জুলাই ইতিহাস গড়েন।
২০১২ সালের ২৫ আগস্ট মারা যান নিল আর্মস্ট্রং। আজ চলে গেলেন তাঁদের সঙ্গী মাইকেল কলিন্স। ৯১ বছর বয়সী অল্ড্রিন এখন মিশনের একমাত্র জীবিত সদস্য।
এক বিবৃতিতে কলিন্সের পরিবার বলেছে, মাইক সর্বদা নম্রতার সঙ্গে জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছে এবং একইভাবে তাঁর জীবনের শেষ চ্যালেঞ্জটিও গ্রহণ করেছেন। আমরা তাকে খুব মিস করব।