ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত: তেল আবিবে মার্কিন দূত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 21:30:31

ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত থামাতে তেল আবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দূত হাদি আমর।

শনিবার (১৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দুই পক্ষকে অস্ত্র বিরতিতে রাজি করাতে ইসরায়েল, ফিলিস্তিন ও জাতিসংঘের দূতের সঙ্গে আলোচনা করবেন তিনি।

জানা গেছে, মার্কিন দূত এই অঞ্চলে টেকসই শান্তির ওপর বিশেষ জোর দিবেন তার আলোচনায়।

শনিবারও গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছে। গাজা ও ইসরায়েল চলমান সহিংসতা ২০১৪ সালের পর সবচেয়ে খারাপ অবস্থা।

ফিলিস্তিনে গেল পাঁচ দিনের সহিংসতা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ সংঘাত হিসেবে রেকর্ড করা হচ্ছে। নারী ও শিশুসহ এখন পর্যন্ত গাজায় ১৫০ জন মানুষের প্রাণহানি ঘটেছে। আর ইসরায়েলে মারা গেছে ছয়জন।

নতুন করে সংঘাতের শুরুটা হয়েছে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের প্রক্রিয়া শুরুর পর থেকে। এরপর ইসরায়েলের 'জেরুজালেম দিবস' পালনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়।

এদিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা বাতিল হয়ে গেছে। এর আগে বুধবারও ওই বৈঠক আটকে দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর