সু চি ভালো আছেন: জান্তাপ্রধান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 14:21:46

জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং জানিয়েছেন, অং সান সু চি ভালো আছে এবং কয়েক দিনের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে।

এ খবর দিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ফিনিক্স টেলিভিশনকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে জান্তাপ্রধান বলেন, অং সান সু চি সুস্থ আছেন। তিনি বাড়িতেই আছেন এবং তার স্বাস্থ্য ভালো আছে। কয়েক দিনের মধ্যে শুনানির জন্য তিনি আদালতে যাচ্ছেন।

জানা যায়, মিয়ানমারের রাজধানী নেপিদোরে একটি আদালতে আগামী সোমবার সু চির মামলার পরবর্তী শুনানি হবে। এর আগের শুনানিগুলোতে সু চিকে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। এমনকি আইনজীবীদের সঙ্গেও তাকে সরাসরি দেখা করতে কিংবা কথা বলতে দেওয়া হয় নি। সেনাদের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, মিয়ানমারে ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থান হয়। তারপর থেকেই গৃহবন্দি অবস্থায় আছেন সু চি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর হচ্ছে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা অভিযোগ।

এ সম্পর্কিত আরও খবর