ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 04:23:15

করোনা মহামারির মধ্যে ভারতে আরেক আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস। এবার ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) এ ঘোষণা দেওয়া হয়। দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল এ ঘোষণা দিয়েছেন।

জানা যায়, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭৩ জন। বুধবার পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬২০। বৃস্পতিবার এক দিনে ১৫৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

এ ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানায়, বুধবার পর্যন্ত দিল্লিতে ৬২০ জনের কালো ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৭৩ জনে পৌঁছায়।

এর আগে, মঙ্গলবার (২৫ মে) পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন রাজ্য সরকার।

এ সম্পর্কিত আরও খবর