ছত্তিসগড়ে পুলিশি অভিযানে ১০ মাওবাদী নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-28 10:56:37

ভারতের ছত্তিসগড়ের বিজাপুরে পুলিশি অভিযানে ১০ মাওবাদী নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে বিজাপুরের পূজারী কাঙ্কের এলাকায় তেলেঙ্গানা ও ছত্তিসগড় পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালানোর সময় ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের স্পেশাল ডিজি (নকশাল অপারেশন) ডি এম অবস্থি ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, গ্রেহাউন্ড বাহিনী পূজারী কাঙ্কের গ্রামের জঙ্গলে পৌঁছলে মাওবাদীরা পুলিশ বাহিনীর উপরে গুলিবর্ষণ শুরু করে। এসময় পুলিশ বাহিনীও পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। বেশ কিছু সময় ধরে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলার পর মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় পুলিশি তল্লাশির সময় ১০ মাওবাদীর লাশ উদ্ধার হয়। নিহত মাওবাদীদের পরিচয় জানার চেষ্টা চলছে। সম্প্রতি ছত্তিসগড়ের বেশ কয়েকটি এলাকায় মাওবাদীরা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করেছিল। সেসময় মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় পুলিশ ও মাওবাদীদের মধ্যে বন্দুক যুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি মাওবাদীরা বিস্ফোরণ ঘটালে ছত্তিসগড় সশস্ত্র বাহিনীর দুই জওয়ান আহত হয়েছিলেন। আহতদের মধ্যে এক সহকারী প্লাটুন কমান্ডারও ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি সুকমাতে পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে দু’জন জওয়ান নিহত হয়েছিল। নিহতদের মধ্যে এক এসটিএফ ও এক ডিআরজি সদস্য ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর