টিকা নিলেই বিয়ার দিবে বাইডেন সরকার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 08:03:34

গোটা জুন মাসকে ‘মান্থ অব অ্যাকশন’ বলে ঘোষণা করেছেন বাইডেন। বাইডেন সরকার ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে করোনা টিকার এক ডোজের আওতায় নিয়ে আসার টার্গেট নিয়েছে। তাই তিনি ঘোষণা করেছেন, ভ্যাকসিন নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন এক বোতল বিয়ার।

এ তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

জানা যায়, যুক্তরাষ্ট্রে ৬৩ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে দৈনিক টিকা নেওয়ার হার কমেছে। তাই সাধারণ মানুষের মধ্যে টিকা নেওয়ার বিষয়ে যে অনীহা রয়েছে, সেটা দূর করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমন অফার অবশ্য নতুন কোন বিষয় নয়। দেশটির বিভিন্ন স্থানে টিকা নেওয়া ব্যক্তিদের জন্য বিভিন্ন অফার রয়েছে। যেমন কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মীদের বেতনসহ ছুটিও দিচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর