আল-কুদস শহরে পতাকা মিছিল বাতিল করল ইসরায়েল

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:30:45

হামাসের হুমকিতে পবিত্র জেরুজালেমের আল-কুদস শহরে পতাকা মিছিল বাতিল করেছে ইহুদিবাদী ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠী।

বৃহস্পতিবার (১০ জুন) কথিত পতাকা মিছিল বের করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু সোমবার (৭ জুন) ইসরায়েলি পুলিশ তা বাতিল করে দেয়। এ খবর দিয়েছে সংবাদমাধ্যম পার্সটুডে।

পুলিশ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এই ধরনের মিছিল বের করার সুযোগ দিচ্ছে না। তাই এ মিছিল বাতিল করা হয়েছে।

এর আগে হামাসের শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে পতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে।

জানা যায়, নেতা খলিল হাইয়্যার হুঁশিয়ারির পর  ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের আহ্বানে কথিত পতাকা মিছিল বের করার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েলের পুলিশ।

এ সম্পর্কিত আরও খবর