হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধ ঘোষণা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:25:13

সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার পর প্রকাশনা চালানো অসম্ভব হয়ে পড়ায় হংকংয়ের জনপ্রিয় গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৩ জুন) এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলির কার্যালয়ে অভিযান চালায় হংকং পুলিশ।

জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে হংকংয়ে সংবাদপত্র কার্যালয়ে সেই ছিল প্রথম পুলিশি অভিযান। ওই দিন পুলিশের পাঁচশ সদস্য পত্রিকাটির বার্তাকক্ষে প্রবেশ করে।

পরে অ্যাপেল ডেইলির এক কোটি ৮০ লাখ হংকং ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয়। এছাড়াও, পত্রিকাটির প্রধান সম্পাদক এবং পাঁচ জন নির্বাহীকে গ্রেফতার করে পুলিশ। পত্রিকাটির প্রতিষ্ঠাতা হংকংয়ের ধনকুবের জিমি লাইকে আগেই গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

একে হংকংয়ে মুক্ত মিডিয়ার প্রতি বিরাট এক আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর