তালেবান আফগানিস্তান দখলের পর থেকেই প্রশ্ন দেখা দিয়েছে কেমন হবে নতুন সরকার। এদিকে তালেবান বলেছে তারা সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে সরকার গঠন করবে। খবর বিবিসির।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি মঙ্গলবার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেছেন, আফগানিস্তানে আগামী দিনে একটি ঐক্যমতের সরকার গঠন করা হবে।
তালেবান বলেছে, তারা নতুন সরকারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ‘সমস্ত গোষ্ঠীর’ সাথে আলোচনা করছে।
গোষ্ঠীটি কীভাবে দেশ পরিচালনা করবে এবং তাদের শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আলোচনা করছে।
এদিকে মার্কিন বাহিনী কাবুলের বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর সেখানে গেছেন তালেবান নেতারা। বিবিসির খবরে বলা হয়েছে, তালেবানের নেতাদের বেশ কয়েকজন সেখানে গেছেন এবং হামিদ কারজাই বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
মানবন্দরে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানকে অভিবাদন। এই বিজয় আমাদের সবার। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা সবার সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও অনেক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। বিবিসিকে মার্কিন এক সেনা কর্মকর্তা বলেছেন, তালেবান সদস্যরা মার্কিনদের বাধা দিয়েছেন।