মার্কিন অ্যাটর্নি জেনারেল পদে পাম বন্ডির নাম ঘোষণা ট্রাম্পের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সিএনএন

ছবি: সিএনএন

বিতর্কের মুখে মার্কিন শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থা অ্যাটর্নি জেনারেল পদ থেকে রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজের মনোনয়ন প্রত্যাহার করার পর পদটির জন্য পাম বন্ডিকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২২ নভেম্বর) এক প্র্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে এক পোস্টে তিনি বলেছেন, পক্ষপাতদুষ্ট বিচার বিভাগ দীর্ঘ সময় ধরে আমার এবং অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র তৈরি করেছে - আর নয়।

তিনি বলেন, পাম অপরাধের বিরুদ্ধে লড়াইয় করবে। আমেরিকাকে আবার নিরাপদ করার উদ্দেশ্যে কাজ করবে। আমি পামকে বহু বছর ধরে চিনি — তিনি স্মার্ট এবং কঠোর, এবং একজন আমেরিকান ফার্স্ট ফাইটার। পাম বন্ডি অ্যাটর্নি জেনারেল হিসাবে দুর্দান্ত কাজ করবেন!

বিজ্ঞাপন

পাম বন্ডি মার্কিন তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্য ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল। তিনি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে, বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ম্যাট গেটজ। সিনেটে নিজ দলের বিরোধিতার মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

এক্স (সাবেক টুইটার) বার্তায় ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের ‘বিভ্রান্তি’ এড়াতে চান তিনি।

উল্লেখ্য, ‘আমেরিকা ফার্স্ট’ পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি। সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সহায়তা করার জন্যও।