ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ড, ৪১ বন্দী নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 21:43:27

ইন্দোনেশিয়ায় একটি জনবহুল কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন কারাবন্দী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। আহতদের কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোরে রাজধানী জাকার্তার তাঙ্গেরাং কারাগারে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাগের সি ব্লকে আগুন লাগে। এই ব্লকে ৪০ জন বন্দী রাখার ধারণক্ষমতা রয়েছে। কিন্তু সেখানে রাখা হয়েছিল ১২২ জন বন্দীকে। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ বন্দী ঘুমে ছিলেন।

ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। যদিও দেশটির সংশোধনমূলক প্রতিষ্ঠানের মুখপাত্র বলেছেন, এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও তদন্ত করা হবে।

মারা যাওয়াদের মধ্যে অনেকে বিদেশি। এরমধ্যে পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন নাগরিক।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রী ইয়াসেনা লাওলি এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে জানানো হয়েছে। অগ্নিকান্ডের সময় কারাগারের ব্লকের একাধিক কক্ষ তালাবদ্ধ ছিল। আগুন ছড়িয়ে পড়ায় তালা খোলা যায়নি।

এই ব্লকটিতে মাদক সংক্রান্ত অপরাধের জন্য বন্দীদের রাখা হয়েছিল। এরমধ্যে একজন হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত, অন্যজন সন্ত্রাসবাদের জন্য সাজাপ্রাপ্ত ছিলেন। বাকিরা মাদক সংক্রান্ত অপরাধের জন্য কারাগারে ছিলেন বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর