কাবুলে ইরানের প্রতিনিধিদল পাঠানো নির্ভর করছে তালেবানের আচরণের ওপর

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 00:09:30

আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন নয়া অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে ইরান প্রতিনিধিদল পাঠাবে কিনা তা তালেবানের আচরণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিষয়টি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি।’ তালেবান সরকারের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে ইরান যোগ দেবে কিনা বা তালেবান সরকারকে ইরান স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে খাতিবজাদে একথা জানান।

তিনি বলেন, ‘আমরা তালেবানের স্থায়ী সরকার গঠনের অপেক্ষায় রয়েছি। তালেবানের আচরণ পর্যবেক্ষণ করে তাদের আমন্ত্রণে সাড়া দেয়ার বিষয়টি বিবেচনা করব।’

গত সপ্তাহে তালেবান যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাতে ইরান বা আন্তর্জাতিক সমাজের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি বলে জানান খাতিবজাদে। তিনি বলেন, ইরান আফগানিস্তানে সকল পক্ষের উপস্থিতিতে একটি ‘অংশগ্রহণমূলক সরকার’ দেখতে চায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাঞ্জশির উপত্যকায় তালেবানের হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধ কখনো সংলাপের বিকল্প হতে পারে না। যে সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে সম্ভব তার সমাধানের জন্য রক্তপাত গ্রহণযোগ্য নয়।

এ সম্পর্কিত আরও খবর