একাধিক কর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় নিজ থেকেই আইসোলেশনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কারণে আগামী সপ্তাহে তার নির্ধারিত তাজিকিস্তান সফরও বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ক্রেমলিন জানায়, পুতিনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি সুস্থ আছেন।
আরও বলা হয়েছে, যেহেতু পুতিনের আশেপাশে থাকা অনেক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন তাই তিনি স্বাস্থ্যবিধি মেনে আপাতত আইসোলেশনে আছেন।
করোনাভাইরাসের সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন পুতিন। এই বছরের মার্চ মাসে তিনি টিকা নেন।