রোহিঙ্গা ইস্যুতে আরও ১৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 22:25:17

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে আরও প্রায় ১৮ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এ সহায়তার কথা জানান।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই অর্থ মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশসহ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ ব্যয় করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১৫০ কোটি ডলারে পৌঁছেছে।

এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নয় লাখ রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত পৌনে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে ১২০ কোটি ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এ সম্পর্কিত আরও খবর