যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে অবস্থান করা হাইতি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রতিবাদে দেশটির মার্কিন বিশেষ দূত ড্যানিয়েল ফুট পদত্যাগ করেছেন। খবর বিবিসি।
ড্যানিয়েল ফুট তার পদত্যাগপত্রে বলেছেন, অভিবাসীদের ফেরত পাঠানো মার্কিন সিদ্ধান্ত অমানবিক। কারণ অভিবাসীদের এমন একটি দেশে পাঠানো হচ্ছে যেখানে সশস্ত্র দলগুলো প্রতিদিন মানুষের জীবন নিচ্ছে।
তিনি বলেন, হাইতির প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ত্রুটিপূর্ণ। তারা আমার পরামর্শকেও উপেক্ষা করেছে।
গত সপ্তাহান্তে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের ডেল রিও সীমান্তে অবস্থান করা হাইতি অভিবাসীদের চরম মানবিক সংকট দেখা দেয়। ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা আকার নিচে কমপক্ষে ১০ মানুষ যুক্তরাষ্ট্র প্রবেশের অপেক্ষায় আছেন। কিন্তু তাদের যত দ্রুত সম্ভব হাইতিতে ফেরত পাঠানো হবে জানিয়েছে প্রশাসন।