বাংলাদেশে আরও ২৫ লাখ ফাইজারের টিকা পাঠাবে যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 06:48:28

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে এএফপি এ তথ্য জানায়। বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউস।

ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এএফপিকে জানান, ফাফাইজার-বায়োএনটেকের তৈরি ৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পাঠানো হবে। সব মিলিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি ডোজ।

টিকার এই চালান আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশে পৌঁছাবে।

এ সম্পর্কিত আরও খবর