রাশিয়ায় স্থানীয়ভাবে তৈরি মদপান করে বিষক্রিয়ায় এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও শতাধিক মানুষ।
দেশটির রাজধানী মস্কো থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে ওরেনবার্গ অঞ্চলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয়জনকে মদ তৈরি ও বিপণনের অভিযোগে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর রয়টার্সের।
রোববার (১০ অক্টোবর) ওরেনবার্গের স্বাস্থ্য দপ্তরের বরাত দিয়ে রাশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রায়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয়ভাবে উৎপাদিত মিথানল মিশ্রিত স্পিরিট পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হন তারা। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বেশ কিছু গোপন কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মিথানল, যা অত্যন্ত বিষাক্ত।
রাশিয়ায় ওষুধ, পানীয়, পারফিউমসহ যেকোনো তরলে উচ্চমাত্রার ইথানল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ২০১৬ সালে দেশটির সাইবেরিয়ায় মদের বিষক্রিয়ার ব্যাপক মৃত্যুর ঘটনার পর রুশ সরকার অতি মাত্রায় ইথানল থাকা পানীয়, ওষুধ, সুগন্ধি ও অন্যান্য তরল পদার্থ উৎপাদন ও বিপণনে ব্যাপারে কঠোর নিয়ন্ত্রণ আনে।