কলম্বিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদকসম্রাট গ্রেফতার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 09:59:09

কলম্বিয়ার মাদক পাচারকারী চক্রের মূলহোতা ‘মোস্ট ওয়ান্টেড’ দাইরো আন্তোনিও উসুগা ওরফে অতোনিয়েলকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে স্থানীয় সময় শনিবার ( ২৩ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানের সময় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। খবর বিবিসির।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকো টিভিতে দেওয়া এক বার্তায় অতোনিয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৯৯০ সালে পাবলো এসকোবারের পতনের পর এ শতাব্দীতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে সবচেয়ে বড় সাফল্য এটি।’

barta24

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অতোনিয়েলকে ধরিয়ে দিতে কলম্বিয়া সরকার আট লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আর যুক্তরাষ্ট্র তার মাথার দাম পাঁচ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল। এর আগেও বেশ কয়েকবার ৫০ বছর বয়সী এ মাদক পাচারকারীকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও তা সফল হয়নি।

কলম্বিয়ার আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মোস্ট ওয়ান্টেড অতোনিয়েলকে পানামার সীমান্ত সংলগ্ন উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া প্রদেশে তার গ্রামীণ আস্তানা থেকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় এক দশক আগে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে পুলিশের অভিযানে নিহত হয় অতোনিয়েলের ভাই। এরপর উপসাগরীয় মাদক পাচার সংগঠনের দায়িত্ব পায় অতোনিয়েল। কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী এ চক্রকে দেশটির সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রও এটিকে অস্ত্রে সজ্জিত এবং সহিংস চক্র হিসেবে অভিহিত করে।

চক্রটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে এবং মানবপাচার, স্বর্ণ পাচার এবং মাদক পাচারের সঙ্গে জড়িত। ধারনা করা হয়, এ অপরাধী চক্রের সদস্য সংখ্যা প্রায় দুই হাজার। আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু ও স্পেনে তাদের কার্যক্রম বিস্তৃত।

এ সম্পর্কিত আরও খবর