ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির বিষয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ইউক্রেনকে এ ধরনের অস্ত্র দেওয়া হলে, তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।’
তিনি বলেন, ‘এ ধরনের অস্ত্র ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘাত নিরসনেও কোনো কাজে আসবে না। তারা দেশের সরকার বিরোধীদের মোকাবিলায় এ অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব কথা বলেন। খবর মস্কো টাইমস।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি ইউক্রেন তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। ইউক্রেন এসব ড্রোন সরকারবিরোধীদের মোকাবিলায় ব্যবহার শুরু করেছে।
এদিকে, ক্রিমিয়ায় বসবাসকারী তাতারি সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। এ কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি ইস্যুতে ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় তুরস্ক। ২০১৪ সালের ১৬ মার্চ গণভোটের মাধ্যমে ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে।