বক্তব্য না শুনে ঘুম থেকে জেগেই হাততালি দিলেন বাইডেন!

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 12:12:55

স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে শুরু হয়েছে জাতিসংঘের ‌‘জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৬’। এ সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বনেতারা। কপ২৬ সম্মেলনের উদ্বোধনী পর্ব থেকেই উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সম্মেলনের শুরুর দিনে বিশ্ব নেতাদের সঙ্গে বসে থাকা বাইডেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্বোধনী বক্তব্য চলাকালে জো বাইডেন বারবার ঘুমিয়ে পড়ছেন। মার্কিন প্রেসিডেন্টের এ ‘ঘুমকাণ্ড’ নিয়ে নেট দুনিয়া তোলাপাড়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের সোশ্যাল প্লাটফর্মে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কপ২৬ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাস্ক পরিহিত অবস্থায় বসে আছেন। বক্তব্য শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়ছেন।

পরে আবার জেগে উঠে বক্তব্য শুনছেন। আবার ঘুমিয়ে পড়ছেন। একপর্যায়ে একজন কর্মী এসে তার কানে কানে কিছু বললেন। এরপর তিনি জেগে উঠে চোখ কচলাতে শুরু করেন। ততক্ষণে বক্তব্যও শেষ হয়ে গেছে। অন্যদের দেখাদেখি তিনিও করতালি দিতে শুরু করেন!

এ সম্পর্কিত আরও খবর