ইরানকে মোকাবিলায় বাইডেনের অবস্থান খুবই দুর্বল: ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 23:07:18

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘পরমাণু সমঝোতার প্রশ্নে ইরানকে মোকাবিলায় দুর্বল অবস্থান গ্রহণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।’

তিনি বলেন, ‘ইরানের পরমাণু সমঝোতা সব সময় অন্যায় ও একতরফা ছিল। এ কারণে আমরা (ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন) সমঝোতা থেকে বেরিয়ে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম।’

স্থানীয় সময় রোববার (৭ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ভিডিও বার্তায় যুক্ত ছিলেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ট্রাম্প বলেন, ‘আমাদের প্রশাসনের সময়ে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। অথচ জাতিসংঘের মানবাধিকার পরিষদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী। ওই পরিষদ থেকে আমেরিকার বেরিয়ে আসা উচিত।’

ভিডিও বার্তায় মাইক পেন্স বলেন, ‘ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি করা হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলবিমুখ সিদ্ধান্ত বলে প্রতীয়মান হবে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার নীতির বিপরীতমুখী হবে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আগামী ২৯ নভেম্বর থেকে ‘ভিয়েনা আলোচনা’ আবার শুরু করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ও ইরান একমত হয়েছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ইরানের সাবেক প্রেসিডেন্ট রুহানির আমলে ভিয়েনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের ছয় দফা আলোচনা হয়। তবে সেসব আলোচনা থেকে চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি আসেনি।

এদিকে, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান বলেছেন, ‘ভিয়েনায় পশ্চিমাদের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় আলোচনা শুরুর ঘোষণার প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর