তাইওয়ান, বাণিজ্য এবং মানবাধিকারের নানান বিষয়ে উত্তেজনার মধ্যেই ভার্চ্যুয়াল বৈঠক শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবারের এ বৈঠকটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের প্রথম বৈঠক। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। শি জিনপিং বলেন, ‘পুরনো বন্ধু’ বাইডেনকে দেখে বেশ খুশি লাগছে।
I’m meeting with President Xi of the People’s Republic of China to responsibly manage the competition between our countries. It’s about speaking candidly and directly with him and ensuring the competition does not veer into conflict.
— President Biden (@POTUS) November 16, 2021
এসময় জো বাইডেন বলেন, ‘দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আছে। তবে সেই প্রতিযোগিতা যেন সংঘর্ষে রূপ না নেয়, সেটি নিশ্চিতে দুই দেশেরই দায়িত্ব রয়েছে।’
জবাবে শি জিনপিং বলেন, ‘দুই দেশের নিজেদের ভেতরে যোগাযোগ আরও বাড়াতে হবে। একসঙ্গে সংকট মোকাবিলা করতে হবে।’
এদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৈঠকে জলবায়ু পরিবর্তন ও করোনার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-মার্কিন সুসম্পর্ক থাকা দরকার বলে মন্তব্য করেছেন শি জিনপিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং এ বৈঠককে ‘গঠনমূলক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘পারস্পরিক বোঝাপড়া বাড়াতে’ বৈঠকটি কাজে দেবে।