৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট পার্টির হয়ে লড়তে চান।
সোমবার (২২ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সাম্প্রতিক সময়ে বাইডেনের গ্রহণযোগ্যতার হার নিম্নমুখী। ওয়াশিংটন পোস্ট ও এবিসির জরিপ অনুযায়ী, তাঁর গ্রহণযোগ্যতার হার কমে প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে।
তাই সাংবাদিকরা বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে জানতে জেন সাকিকে প্রশ্ন করেন। জবাবে জেন সাকি বলেন, হ্যাঁ, তিনি নির্বাচনে লড়বেন। এটাই তার প্রত্যাশা।
বয়স, পরিস্থিতি- মিলিয়ে অনেকেই ভেবেছিল তিনি আর নির্বাচনে লড়বে না। কিন্তু সকলের জল্পনা-কল্পনা সাকির ব্যক্তবে মিথ্যা প্রমাণিত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে রিপাবলিকানদের বিজয় এবং নিউজার্সিতে কম ভোটে ডেমোক্র্যাটদের বিজয়ে বাইডেন সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছে।