ইউক্রেন ইস্যুতে রাশিয়ার রেড লাইন মানবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আশঙ্কা করা হচ্ছে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা করছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যদি তার প্রতিবেশীর ওপর আক্রমণের পরিকল্পনা করে তাহলে তা অত্যন্ত দুরূহ করে তুলবেন বলেও সতর্ক করেছেন।
শনিবার (০৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে, গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে মস্কো। এরই অংশ হিসেবে ইউক্রেন সীমান্তের কাছাকাছি ৯৪ হাজারেরও বেশি রুশ সেনা জড়ো করেছে মস্কো। সেখানে প্রতিনিয়তই মহড়া চালানো খবর পাওয়া যাচ্ছে। যা নিয়ে উদ্বেগ জানাচ্ছে ইউক্রেন।
এই সপ্তাহে উত্তেজনা কমাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ভিডিও কলে কথা হওয়ার সম্ভবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেছেন, তিনি রাশিয়ার নেতার সঙ্গে দীর্ঘ আলোচনার আশা করছেন এবং সতর্ক করেছেন যে তিনি কারও রেড লাইন মানবেন না।