যৌন অসদাচরণের অভিযোগে সিএনএনের সঞ্চালক বরখাস্ত

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 10:38:40

যৌন অসদাচরণের অভিযোগে জনপ্রিয় শো ‘কুওমো প্রাইম টাইম’-এর উপস্থাপক ক্রিস কুওমোকে বরখাস্ত করেছে সিএনএন। ভাই অ্যান্ড্রু কুওমো নিউইয়র্কের গভর্নর থাকাকালে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে ক্রিস তাকে সাহায্য করেন। খবর সিএনএনের।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নতুন নথি প্রকাশের পর এই সিদ্ধান্ত নিয়েছে সিএনএন। ওই নথিতে দেখা যায়, অ্যান্ড্রু কুওমো যখন গভর্নর ছিলেন তখন তাকে সহায়তা করেছেন ক্রিস কুওমো।

সিএনএন বলেছে, আমরা আগে যা জানতাম, তার চেয়ে অনেক বেশি পরিমাণে ভাইকে সহায়তায় জড়িত ছিলেন ক্রিস কুওমো। যদিও সিএনএন এর আগে ক্রিস কুওমোর পক্ষেই ছিল। জানা গেছে, ২০১৩ সালে তিনি সিএএন-এ যোগ দিয়েছিলেন। একপর্যায়ে তার বিরুদ্ধে রাজনীতিবিদ ভাইকে সহায়তার অভিযোগ ওঠে।

এদিকে অ্যান্ডু কুওমো গত আগস্টেই পদত্যাগ করেছেন। একজন সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। রাজনীতিবিদ ভাইকে সাহায্য করার জন্য ক্রিস কুওমোর পর্দার অন্তরালের প্রচেষ্টাকে গণমাধ্যমে সাংবাদিকতা নীতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। কারণ, ভাইকে বাঁচানোর জন্য ব্যাপকহারে প্রচেষ্টা চালিয়ে গেছেন ক্রিস কুওমো।

সিএনএন আরো জানিয়েছে, তিনি কাজের ক্ষেত্রে যে অনন্য অবস্থানে ছিলেন আমরা তার প্রশংসাও করেছি। তবে তিনি পরিবারকে প্রথম এবং চাকরিকে দ্বিতীয় স্থানে রেখেছেন গুরুত্বের বিচারে। আর সেটা আমরা বুঝতে পেরেছি।

শনিবারের একটি বিবৃতিতে কুওমো বলেছেন, ‘আমি সিএনএন-এ আমার সময় এভাবে শেষ করতে চাই না তবে আমি ইতিমধ্যেই বলেছি কেন এবং কীভাবে আমি আমার ভাইকে সাহায্য করেছি ‘

এ সম্পর্কিত আরও খবর