টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যসহ ৫টি রাজ্য। শক্তিশালী এই টর্নেডোর তাণ্ডবে শুধু কেন্টাকিতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এটি ইতিহাসের সবচেয়ে খারাপ টর্নেডো বলেও তিনি উল্লেখ্য করেছেন। টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে শুক্রবার (১০ ডিসেম্বর) শক্তিশালী টর্নেডো হানা দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ২৪টি টর্নেডো স্থলভাগে তাণ্ডব চালায়। এসময় বিরামহীন বজ্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কেন্টাকিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
রাজ্যের পুলিশ জানিয়েছে, টর্নেডোর তাণ্ডবে রাজ্যের পশ্চিমাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে প্রচণ্ড বাতাসের সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা আরকানসাস, টেনেসি, মিসৌরি এবং ইলিনয় রাজ্যে টর্নেডো সতর্কতা জারি করেছে।