এইডস আক্রান্তের যৌন নির্যাতনের শিকার ৭৫ কিশোর 

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 03:51:38

থাইল্যান্ডে ৭৫ জন কিশোরকে ব্ল্যাকমেইল করে যৌন নির্যাতনের অভিযোগে সাবেক এক থাই সেনাকে প্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খোন কিন নামের অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা এইচআইভি আক্রান্ত।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) থাই পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করে। নির্যাতনের শিকার হওয়া কিশোরদের বেশিরভাগের বয়সই ১৩-১৮ বছরের মধ্যে।

তবে খোন খুব অভিনব কৌশলে কিশোরদেরকে নিজের নির্যাতনের শিকার বানাতেন। প্রথমে ‘ভুয়া’ ছবি দিয়ে গে ডেটিং অ্যাপে নিজের আইডি খুলতেন। তারপর সেখানকার কমবয়সী ছেলেদের সাথে দেখা করতেন। এ দেখার সময়টাকে খোন টার্গেট করতেন।

এই সময়টাতে এমন কিছু করতেন যাতে ছেলেটি তার ফাঁদে পড়তে বাধ্য হয়। পরবর্তীতে ৪৩ বছরের বয়সী এই সেনার নির্মম যৌন নির্যাতনের শিকার হতে হত তাদেরকে। এভাবেই একেক করে ৭৫ জনকে খোন ফাঁদে ফেলে যৌন নির্যাতন করেন।

নির্যাতনের শিকার এক ১৪ বছর বয়সী জানায়, ‘আমি তার সাথে প্রথমবারের কথোপকথনে দেখা করি। পরবর্তীতে তার বয়স ও অন্যান্য কিছু অঙ্গভঙ্গি খেয়াল করে আমি তাকে এড়িয়ে আসতে চাই। কিন্তু সে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নাম ছড়ানোর হুমকি দেয়।’

তবে এখন পর্যন্ত ৭৫ জনের নির্যাতন হওয়ার খবর পাওয়া গেলেও এর সংখ্যা আর বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির গণমাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর