ভস্ম থেকে বেরিয়ে আসছে লাশ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 19:41:45

ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে ভস্ম হয়ে গেছে ১৪ হাজার একরেরও বেশি এলাকা। পুড়ে যাওয়া ভস্ম থেকে বেরিয়ে আসছে একের পর এক দগ্ধ মরদেহ।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস অঞ্চলে দাবানলের উৎপত্তি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। আল-জাজিরার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।

দাবানলে পুড়ে যাওয়া অঞ্চল থেকে প্রথম দিন নয় জনের লাশ উদ্ধার করলেও সময়ের ব্যবধানে এই সংখ্যা বেড়েই চলেছে।

সোমবার (১২ নভেম্বর) সকালেও পুড়ে যাওয়া এক বাড়ি ধ্বংসাবশেষ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া গাড়ি থেকে ছয় জনের লাশ পাওয়া যায়।

এমনকি এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষের হদিস নেই বলে জানায় প্রদেশটির জন-নিরাপত্তা কর্মকর্তা কোরি হোনিয়া।

এ দাবানলে ছয় হাজার ৭০০টি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। বনাঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে। হলিউডের ‘শুটিং স্পট’ পুড়ে কালো বর্ণ ধারণ করেছে।

তবে এ ধ্বংসাবশেষ থেকে এখনো বেরিয়ে আসছে লাশ। উদ্ধাকারীরাও পুড়ে যাওয়া ইটকাঠের ছাইগুলোকে সতর্কতার সাথে এদিক সেদিক করছে। কেননা এই ছাইগুলোর ভেতরেই রয়েছে এখনো অনেক মানুষের দগ্ধ লাশ।

ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সেরা দাবানলের ধ্বংসযজ্ঞ হিসেবে খ্যাতি পেয়েছে এ দাবানল। এর আগে ১৯৩৩ সালে গ্রিফিথ পার্কের দাবানল প্রদেশটির ইতিহাসের সেরা দাবানল হিসেবে খ্যাত ছিল।

এ সম্পর্কিত আরও খবর