আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে মর্টার শেল বিস্ফোরণে অন্তত নয়জন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
সোমবার (১০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নরের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১০ জানুয়ারি) লালোপার জেলার বাইগানান গ্রামে খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ির আঘাতে পুরানো অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও জানানো হয়, বিস্ফোরণে আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক দশকের যুদ্ধ এবং সংঘাতের কারণে দেশটিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলো যখন বিস্ফোরণ ঘটে, তখন প্রায়ই শিশুরা এর শিকার হয়।