সংক্রমণের নতুন রেকর্ড সৌদি আরবে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 02:18:06

দৈনিক করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে সৌদি আরবে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ।
সৌদি আরবের জনসংখ্যা প্রায় তিন কোটি ৫০ লাখ। করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

সৌদি আরবের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ দুই জনের।

করোনায় সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৯৯ জনের। ২০২০ সালের জুন মাসে সৌদি আরবে দৈনিক সংক্রমণের রেকর্ড ছিল ৪ হাজার ৯১৯ জন।

এ সম্পর্কিত আরও খবর