ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য প্রায় সাড়ে আট হাজার সেনাকে উচ্চ সতর্কতায় রেখেছে পেন্টাগন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি বলেছেন, এই সৈন্য তখনই মোতায়ন হবে, যখন পশ্চিমা সামরিক জোট ন্যাটো র্যাপিড রিঅ্যাকশন ফোর্স সক্রিয় করার সিদ্ধান্ত নেবে কিংবা অন্য কোনো পরিস্থিতি তৈরি হলে।
দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, এই সৈন্য মোতায়ন হলে পূর্ব ইউরোপে আমেরিকান মিত্রদের ভয় দূর হবে।
সোমবার এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, এটা খুব স্পষ্ট যে রুশদের এখনই যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। যদিও, এটি আমাদের ন্যাটো মিত্রদের বিশ্বাস।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে পশ্চিমা দেশগুলোর এ অভিযোগ অস্বীকার করছে মস্কো।
কিরবি আরও বলেন, আমি মনে করি না যে কেউ ইউরোপ মহাদেশে আরেকটি যুদ্ধ দেখতে চায়।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে একটি সম্মিলিত কৌশল ঠিক করার লক্ষ্যে কাজ করছে পশ্চিমা শক্তিগুলো। এ প্রেক্ষাপটে স্থানীয় সময় গতকাল সোমবার ইউরোপের মিত্রদেশগুলোর নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।