নিলামে উঠল সাবেক ফার্স্ট লেডির টুপি, ক্রেতা জুটল মাত্র ৫ জন। বলতে গেলে টুপি কেনার কোনও ক্রেতাই জোটেনি ট্রাম্প ঘরণীর। বার্তাসংস্থা সিএনএন এর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
জানা যায়, নিলামে ওঠা টুপিটি মেলানিয়া পড়েছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময়।
‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’এখন ঠিক এই অবস্থা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের।
সিএনএন এর এক প্রতিবেদন অনুসারে, চলতি মাসের শুরুতে যখন মেলানিয়ার ওই টুপিটি নিলামে ওঠে তখন টোকেন প্রতি প্রায় ১৭০ ডলার মূল্যে ট্রেড ঘোষণা করা হয়েছিল। কিন্তু বুধবার যখন ওই টুপির নিলাম বন্ধ হয়েছে তখন দেখা গিয়েছে প্রতিটি টোকেনের মূল্য কমে হয়েছে মাত্র ৯৫ ডলার। এর অর্থ হল ‘হেড অফ স্টেট কালেকশন’।
অর্থাৎ নিলামের প্রথমে যে টুপির মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার ডলার ধার্য করা হয়েছিল নিলামের শেষ দিনে সেই টুপির দামই কমে এসে ঠেকেছে মাত্র ৮০ হাজার ডলারে। তাতেও মাত্র ৫ জন ওই টুপিটি কেনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতির গদি হারানোর পর থেকেই ক্রমশ কমেছে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ। কয়েক মাস আগেই আমেরিকার সবচেয়ে ধনী ১৭ জন ব্যক্তির তালিকা থেকেও বাদ যায় সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বজুড়ে আলোচিত ছিল সেই খবর।