ট্রুডোর বিরুদ্ধে টুইট করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-11 12:45:51

করোনার টিকাকরণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে উত্তাল কানাডা। বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে রাস্তায় নেমে আন্দোলনরত হাজার হাজার মানুষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর পরিবারের সদস্যদের কোনও ‘গোপন’ আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। রিপাব্লিক ওয়ার্ল্ড-এর প্রতিবেদন থেকে পাওয়া যায়।

এ সময়ে ট্রুডোর বিরুদ্ধে টুইটারে তোপ দাগলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি বলেন, ‘কর্মফল’ ভোগ করছেন কানাডার প্রধানমন্ত্রী।
 প্রধানমন্ত্রী ট্রুডোকে কটাক্ষ করে টুইটারে প্রসাদ লেখেন, 'কার্মা ক্যাফেতে স্বাগতম। এখানে কোনও মেনু নেই। আপনি যতই ক্ষমতাবান হন না কেন, যেমন কাজ করেছেন তেমনই ফল পাবেন।'

কানাডার ট্রাকচালকদের প্রতি সমর্থন জানিয়েই এমন মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন পেসার বলে মনে করা হচ্ছে। 

গত রবিবার রাজধানী ওটাওয়ার পার্লামেন্ট হিল এলাকায় জমায়েত হয়ে প্রতিবাদ দেখা কয়েক হাজার ট্রাকচালক। আজও চলছে প্রতিবাদ। করোনা মহামারী রুখতে প্রধানমন্ত্রীর জারি করা নতুন স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা ও বিধিনিষেধ নিয়ে বিরোধ দেখাচ্ছেন তারা।

ওটাওয়া পুলিশ সূত্রে খবর, দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে প্রতিদিন প্রায় ৬ লক্ষ ২৭ হাজার মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। তাদের দাবি, করোনার সব রকম নিষেধাজ্ঞা থেকে তাদের মুক্তি চাই। পাশাপাশি সরকারের অন্যান্য নীতিরও বিরোধিতা শুরু করেছেন তারা।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে তৃতীয় বারের জন্য কানাডার প্রধানমন্ত্রী হন জাস্টিন ট্রুডো। তাঁর বাসস্থান রিডিউ কটেজ। আন্দোলনের ভরকেন্দ্র থেকে তা মাত্র ৪ কিলোমিটার দূরে। তাই নিরাপত্তার দিকে নজর রেখেই ট্রুডো ও তার পরিবারের সদস্যদের অন্যত্র স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর