প্রায় ২ বছর পর মার্চে সীমান্ত খুলছে মালয়েশিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:51:35

প্রায় দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য মার্চ থেকে সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ন্যাশনাল রিকভারি কাউন্সিলের (এনআরসি) প্রধান মুহিউদ্দিন ইয়াসিন।

সীমান্ত খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশের পর কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক থাকছে না।

গত ২০২০ সালের মার্চে করোনা মহামারি ঠেকাতে বিদেশি পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

গত দুই বছরে এশিয়ার যেসব দেশ মহামারীতে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে, তাদের মধ্যে মালয়েশিয়া অন্যতম। সরকারি হিসেবেই মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৯ লাখ ২৫ হাজার ২৫৪ জন এবং এই রোগে দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৩২ হাজার ৪৩ জনের। এর মধ্যে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৪ জন এবং মারা গেছেন ৯ জন।

তবে করোনা মহামারির বিপর্যয়ের মধ্যে দিয়ে গেলেও জাতীয় টিকাদান কর্মসূচিতে অত্যন্ত সফল মালয়েশিয়া। দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৮ শতাংশই করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, আর তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন ৫০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক।

সূত্র- রয়টার্স

এ সম্পর্কিত আরও খবর