এবছর ৫ হাজার কোটি ডলারের ব্যবসা করবে ফাইজার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:28:14

কোভিড-১৯ এর টিকা বিক্রি করে গত বছর দ্বিগুণ মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) ২০২২ সালে তাদের বিক্রির পূর্বাভাসে বলেছে, চলতি বছর পাঁচ হাজার কোটি ডলারের বেশি করোনার টিকা ও ওষুধ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।

করোনা প্রতিরোধী টিকা ও মুখে খাওয়ার পিল বিক্রিতে বিশ্বব্যাপী একক আধিপত্য দেখাচ্ছে ফাইজার।

কোম্পানিটির প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা বলেন, ২০২১ সাল ফাইজারের জন্য ‘যুগান্তকারী বছর’এই মহামারি আমাদের কোম্পানিকে চিরতরে বদলে দিয়েছে।’

ফাইজারের আয় ও মুনাফার সবশেষ এ হিসাবে দেখা যাচ্ছে, করোনাভাইরাস কীভাবে কোম্পানিটিকে আমূল বদলে দিয়েছে। এক বছর আগে ফাইজার পূর্বাভাস দিয়েছিল, ২০২১ সালে ১ হাজার ৫০০ কোটি ডলারের টিকা বিক্রি করবে তারা। কিন্তু বছর শেষে দেখা গেছে, পূর্বাভাসের চেয়ে দ্বিগুণ টিকা বিক্রি করেছে তারা।

এবার ২০২২ সালে কোভিড টিকা বিক্রি করে ৩ হাজার ২০০ কোটি ডলার এবং প্যাক্সোলোভিড বিক্রি থেকে ২ হাজার ২০০ কোটি ডলার আয়ের আশা করছে ফাইজার।

জার্মানির জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে করোনার টিকা উদ্ভাবন করেছে ফাইজার। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম অনুমোদন পাওয়া টিকা ছিল এটি। সদ্য সমাপ্ত ২০২১ সালের তুলনায় এ বছর তাদের আয় কম হবে। তবে কোভিডের মুখে খাওয়ার বড়ি পাক্সোলোভিড বিক্রি করে আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

সূত্র- সিএনবিসি

এ সম্পর্কিত আরও খবর