রাশিয়ার সঙ্গে সংঘাত ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 13:57:51

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাত ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। অর্থনৈতিক খাতেও রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে ফের হামলা চালালে মিত্রদের সঙ্গে নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, শক্তি প্রয়োগ করে কোনও দেশের সীমান্ত বদলে দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, আমরা অর্থনৈতিক পদক্ষেপ প্রস্তুত করেছি যা হবে দ্রুত, তীব্র ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও মূল শিল্পগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

এদিকে, শনিবার যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমর্থন জোগাতে ইউরোপে, তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ধরনের সামরিক মহড়ার তদারকি করছেন।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন সীমানা থেকে রুশ সেনা প্রত্যাহারের কোন লক্ষণ দেখা যায়নি।

ইতিমধ্যে, পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ডোনেটস্ক এবং লুহানস্কের নেতারা পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছেন।পশ্চিমারা আশঙ্কা করছে যে রাশিয়া এটিকে আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে।

এ সম্পর্কিত আরও খবর