থাইল্যান্ডে বাড়ছে করোনার প্রকোপ, মার্কিনিদের ভ্রমণে নিষেধাজ্ঞা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 06:19:22

থাইল্যান্ডে নতুন করে আবারও করোনার প্রকোপ বেড়েছে। তাই দেশটি ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (চার মাত্রা) সতর্ক করা হয়েছে।

সোমবার (০৭ মার্চ) মার্কিন স্বাস্থ্য বিভাগের অধীন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মার্কিন নাগরিকদের থাইল্যান্ডে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সিডিসি তাদের ওয়েবসাইটে বলেছে, থাইল্যান্ড, হংকং ও নিউজিল্যান্ড ভ্রমণে সর্বোচ্চ মাত্রায় (চার মাত্রা) সতর্ক করা হয়েছে। এই দেশগুলোতে বর্তমান করোনা পরিস্থিতিতে কোনো ভ্রমণকারী টিকার নির্ধারিত ডোজগুলো নিলেও হয়তো কোভিড-১৯-এর বিভিন্ন ভ্যারিয়ান্টে আক্রান্ত হওয়ার এবং সংক্রমিত করার ঝুঁকিতে থাকবে। এ কারণে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সিডিসি।

সিডিসি আমেরিকানদের প্রায় ১৩৫টি দেশ এবং অঞ্চলে ভ্রমণ না করতে অনুরোধ করেছে।

সিডিসি আরও ৩৩টি দেশ ও অঞ্চলে তিন মাত্রার সতর্কতা জারি করেছে। এসব দেশে টিকাবিহীনদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সিডিসি। ২৯টি দেশকে লেবেল ২’তে তালিকাভুক্ত করা হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডসহ এই অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধি পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে সিডিসি মার্কিনিদের এই পরামর্শ দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর