আজ রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 13:43:45

রাশিয়া থেকে তেল আমদানির ওপর আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞা জারি করবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৮ মার্চ) সকালে তিনি এই ঘোষণা দিতে পারেন বলে হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এবিসি নিউজ।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। কিন্তু রাশিয়ার অর্থনৈতিক শক্তি ভেঙে দেওয়ার জন্য দেশটি থেকে জ্বালানি তেল না নিতে কংগ্রেসে নিজ দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের চাপের মধ্যে রয়েছেন রাইডেন।

এদিকে, তেলে নিষেধাজ্ঞা দিলে গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান বৈশ্বিক বাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল তিনশ’ ডলারে পারে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেল পায় রাশিয়া থেকে। আর এই সরবরাহ বিঘ্নিত হলে এর সহজ কোনও বিকল্পও নেই।

এ সম্পর্কিত আরও খবর