রাশিয়া থেকে সামুদ্রিক খাবার, অ্যালকোহলযুক্ত পানীয় (মদ) ও হীরা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মস্কোর অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৫ মার্চের মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগকে লেনদেন সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন জো বাইডেন।
বাইডেন বলেন, আমরা রাশিয়ার অর্থনীতির বেশ কয়েকটি উল্লেখযোগ্য পণ্য নিষিদ্ধ করছি। যুক্তরাষ্ট্র আরও কিছু রাশিয়ান নাম তালিকায় যুক্ত করবে।
বাইডেন সতর্ক করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।